স্টাফ রিপোর্টারঃ চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১২ টার দিকে উপজেলার শিয়ালমারী গ্রামে ফিরোজা বেগম (৮৫) নামের ওই বৃদ্ধার মৃত্যু হয়। নিহত ফিরোজা বেগম গ্রামের মৃত দলুর
উদ্দীনের স্ত্রী। প্রত্যক্ষদর্শী জানায়, বাড়ির কাছে প্রধান সড়কের পাশে দাড়িয়ে ছিলেন তিনি। এ সময় উথলী গ্রামের সিরাজ উদ্দীনের ছেলে রিন্টু (২০) মোটরসাইকেলযোগে দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই
ফিরোজা বেগমের মৃত্যু হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।