মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা
আলহাজ তানজেল হোসেন খান (৭৩) আজ ভোরে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বেশ কিছু দিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে শারীরিক নানা
জটিলতায় ভুগছিলেন। রোববার রাতে অসুস্থ হয়ে পড়লে তাকে ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোমবার সকালে সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ সোমবার বাদ আসর স্থানীয় পিটিআই মাঠে রাষ্ট্রীয় সম্মান ও জানাযা শেষে তাকে পৌর গোরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর, মাগুরা-২ আসনের সংসদ সদস্য এ্যাড. ড. শ্রী বীরেন শিকদার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক পংকজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলুসহ নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।