বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের ফকিরহাট উপজেলার হোচলা গ্রামে গলায় ফাঁস লাগিয়ে সোনিয়া আক্তার(২০) নামে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে তার শ্বশুরবাড়ীর একটি সফেদা গাছের ডালের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৃতদেহ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।পুলিশ ও স্থানীয়রা জানান, সাতবাড়িয়া গ্রামের বিল্লাল হোসেনের কন্যা সোনিয়া গত তিন মাস পূর্বে প্রেমের সূত্র ধরে হোচলা গ্রামের জামাল ফরাজীর পুত্র রহিম ফরাজীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সে রাতের কোন এক সময় সকলের অজান্তে গাছের ডালের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে কি কারনে আত্মহত্যা করেছে তাৎক্ষনিকভাবে তা জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।