মেহেরপুর প্রতিনিধিঃ অবৈধভারে ভূ-গর্ভস্থ মাটি উত্তোলন করায় মেহেরপুর সদর
উপজেলার যাদবপুরের মো. চাইন উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চাইন উদ্দিন যাদবপুর গ্রামের আনন্দ মন্ডলের ছেলে। শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত ইউএনও মাঈন উদ্দিন এ জরিমানা করেন। ইউএনও মাঈন উদ্দিন জানান, কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়া বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে ভূ-গর্ভস্থ মাটি উত্তোলন করায় চাইন উদ্দিনকে ৫০ হাজার টাকা জরিমানা ও শ্রমিক যাদবপুর গ্রামের জহিরুল ইসলাম বাবু ও কোলা গ্রামের মিজানুর রহমানকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।