বিনোদন প্রতিবেদনঃ ৭৫ বছর বয়সে বিয়ের পিড়িতে বসে বিয়ের দ্বিতীয় দিনই
অসুস্থ হয়ে পড়েন পশ্চিমবঙ্গের তুখোড় অভিনেতা দীপঙ্কর দে। গত ১৭ জানুয়ারি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে গতকাল সোমবার (২০ জানুয়ারি) তাকে রিলিজ করা হয়েছে হাসপাতাল থেকে। হাসপাতাল রিলিজ
পাওয়ার পর বাসায় ফিরেছেন তিনি। অভিনেত্রী দোলন রায় ও দীপঙ্কর দে-র বিয়ের পরের দিন, দীপঙ্কর দে-র শ্বাসকষ্টজনিত সমস্যা প্রবল আকারে দেখা দেয়ায় সল্টলেকের আমরি হাসপাতালের আইসিসিইউ-তে ভর্তি করা হয়। ১৭ জানুয়ারি সন্ধ্যা ৬টা নাগাদ ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেতা আর ছাড়া পেলেন তিনদিনের মাথায় সোমবার। অভিনেতা এখন অনেকটাই সুস্থ বলে জানা গেছে। বাংলা বিনোদন জগতে তিনি অত্যন্ত জনপ্রিয়। সদাহাস্যময় এই মানুষটির অসুস্থতায় তাই অনেকেই অত্যন্ত বিষণ্ণ ও উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন।