জাগো দেশ ডেস্কঃ বৃহস্পতিবার রাতেই বিয়ে, শুক্রবার বিকেলেই হাসপাতালে ভর্তি হলেন অভিনেতা দীপঙ্কর দে। শুক্রবার বিকেলে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় জনপ্রিয় এই অভিনেতাকে। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতাকে। চিকিৎসকদের পর্যবেক্ষণ এ রয়েছেন অভিনেতা। বৃহস্পতিবার রাতে অভিনেত্রী দোলন রায়ের সাথে বিবাহ-বন্ধনে আবদ্ধ হন অভিনেতা। দীর্ঘদিন ধরেই লিভ-ইন রিলেশনশিপে ছিলেন দীপঙ্কর-দোলন। তবে এতোদিন যেকোনো কারণেই হোক সাত পাকে বাঁধা
পড়েননি তারা। অবশেষে বৃহস্পতিবার তারা তাদের এই সম্পর্ককে আইনি স্বীকৃতি দেন। বৃহস্পতিবার বাইপাসের ধারে একটি রেস্তোরাঁতে বসেছিল দীপঙ্কর-দোলনের বিয়ের আসর। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। লাল বেনারসি, গয়না এবং সিঁথিতে সিঁদুর পরে বেশ ভালোই দেখাচ্ছিল অভিনেত্রীকে। অন্যদিকে এই দিনের জন্য সাদা ধুতি পাঞ্জাবিকে বেছে নিয়েছিলেন দীপঙ্কর।