জাগো দেশ ডেস্কঃ জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক আব্বাস উল্লাহ শিকদার (৬৫) চলে গেলেন না ফেরার দেশে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় রাজধানীর নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু ও পরিচালক সমিতির সাংগঠনিক সচিব কাবিরুল ইসলাম রানা গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।
মোজাম্মেল হক বকুল পরিচালিত ‘বেদের মেয়ে জোসনা’ সিনেমা মুক্তি পেয়েছিলো ১৯৮৯ সালে। আনন্দমেলা চলচ্চিত্রের ব্যানারে নির্মিত এই সিনেমা দেশব্যাপী
আলোড়ন তুলেছিলো সেই সময়। তৈরি করেছে ঢালিউডের শীর্ষ আয় করা সিনেমার ইতিহাস। এটিকেই ইন্ডাস্ট্রির সর্বোচ্চ আয়ের সিনেমা হিসেবে অভিহিত করা হয়। আজও যে রেকর্ড ভাঙতে পারেনি কোনো সিনেমা। ‘বেদের মেয়ে জোসনা’ ছবির দুই প্রযোজক ছিলেন মতিউর রহমান পানু ও আব্বাস উল্লাহ শিকদার। আব্বাস উল্লাহর মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এছাড়াও তিনি ‘পাগল মন’, ‘মনের মাঝে তুমি’, ‘মোল্লাবাড়ির বউ’সহ দর্শক নন্দিত অনেক চলচ্চিত্র প্রযোজনা করেছেন। আব্বাস উল্লাহ শিকদার চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দমেলার অন্যতম কর্ণধার ছিলেন। প্রযোজনার পাশাপাশি অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ও করেছেন তিনি।