বিনোদন প্রতিবেদকঃ ‘রক্ত’ ছবির মাধ্যমে ২০১৬ সালে পরীমনির নায়ক হয়ে
চলচ্চিত্রে আসেন জিয়াউল রোশান। এরপর বেশ কিছু ছবিতে কাজ করে আলোচনায় আসেন। বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন তিনি। কিন্তু এবার ব্যক্তিগত বিষয় সামনে আনলেন এ নায়ক। গত দেড় বছর ধরে চুটিয়ে প্রেম করছেন রোশান।

রোববার এ নায়কের প্রেমিকার জন্মদিন। জন্মদিন উপলক্ষে শনিবার মধ্যরাতে রাজধানীর একটি রেস্তোরাঁতে পার্টির আয়োজন করেন রোশান।সেখানে রোশানের প্রেমিকাসহ আরো উপস্থিত ছিলেন দুজনের কাছেরজনরা। প্রেম নিয়ে এর আগে কখনো রোশান মুখ না খুললেও এবার জানালেন, গত দেড় বছর ধরে প্রেমে হাবুডুবু খাচ্ছেন এ নায়ক। মেয়ের নাম তাসনিম ঈশা। দেড় বছরের মতো হবে আমাদের সম্পর্ক। দুজনের মধ্যে বেশ ভালো বোঝাপড়া রয়েছে। বিয়ের পরিকল্পনা জানিয়ে ‘বেপরোয়া’ খ্যাত এ নায়ক বলেন, বিয়ে নিয়ে আপাতত ভাবছি না। আমার ক্যারিয়ারের উঠতি সময় চলছে। নতুন বছরে বেশ ভালো ভালো কিছুর ছবির সঙ্গে যুক্ত হয়েছি।

আরো কিছু ছবির কথাবার্তা চলছে। সময়টাকে কাজে লাগাতে চাই। বিয়ের পরিকল্পনা করে রেখেছে। তিন বছর পর বিয়ে করবো। রোশান জানান, তাসনিম ঈশা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিংয়ে (৮ম সেমিস্টার) পড়ছেন। এছাড়াও ২০১৭ সালে ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানারআপ হয়েছিলেন তিনি। রোশান বর্তমানে ‘ওস্তাদ’, ‘অপারেশন সুন্দরবন’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। এছাড়াও সম্প্রতি শুরু করেছেন অনন্য মামুন পরিচালিত ‘সাইকো’ সিনেমার শুটিং।