বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে সড়ক দূর্ঘটনার শিকার হয়ে এক ব্যাংক কর্মকর্তা মারা গেছেন। নিহতের নাম গোলাম আজম মল্লিক (৫৩)। তিনি পারগোবিন্দপুর গ্রামের মৃত দাউদ আলী মল্লিক এর পুত্র। তিনি জনতা ব্যাংক বাগেরহাট জোনাল শাখায় কর্মরত ছিলেন। একইসাথে তিনি ফয়লাবাজার বনিক সমিতির সদস্য ছিলেন। জানাগেছে, সোমবার সকালে তিনি ফয়লাহাট থেকে ভাগাবাজার অতিক্রম করার সময় গাড়ী দূর্ঘটনার শিকার হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেবার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় ওইদিন রাতেই তিনি মারা যান। মঙ্গলবার বিকাল ৩ টায় ফয়লাহাট কামালউদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মরহুমের জানাযা সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।