টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রতিপক্ষের আঘাতে ইন্তাজ আকন্দ
নামে এক বৃদ্ধ খুন হয়েছেন। মঙ্গলবার দুপুরে জমিজমা সংক্রান্তের জের ধরে উপজেলার বানিয়াজান ইউপির বলদীআটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইন্তাজ আকন্দ উপজেলার বলদীআটা গ্রামের হিম্মত আকন্দের ছেলে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল
মর্গে পাঠিয়েছে। নিহত ইন্তাজ আকন্দের স্ত্রী খোদেজা বেগম ও তার মেয়ে চামেলী জানান, দীর্ঘদিন ধরে আলাউদ্দিন ও তার ভাই তোতা মিয়া, লিটন হোসেন ও হাছেনদের সঙ্গে জমি নিয়ে ইন্তাজ আকন্দের বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে ইন্তাজ আকন্দ জমি চাষ করতে গেলে প্রতিপক্ষ আলাউদ্দিন দলবল নিয়ে চাষাবাদে বাধা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে ইন্তাজ আকন্দকে তারা মারধর করেন। এ সময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত আলাউদ্দিন পলাতক রয়েছেন। বানিয়াজান ইউপি চেয়ারম্যান শামছুল আলম তালুকদার ও স্থানীয় ইউপি সদস্য হায়দার আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ইন্তাজ আকন্দের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। ধনবাড়ী থানার ওসি মো. চাঁন মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।