themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
পুরাতন খবর খুজছেন ?

বাগেরহাটে দুর্যোগেও চালু থাকবে শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ২ বার নিউজটি পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধিঃ শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান এমনভাবে তৈরি করতে হবে যাতে
দুর্যোগের সময়ও তারা নিরাপদে থাকতে পারে। শিশুদের শিক্ষাগ্রহণ যেন বন্ধ না হয়ে পড়ে সেই ব্যবস্থা করতে হবে। আজ মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা পর্যায়ে শিশু কেন্দ্রিক দুর্যোগ ঝুকি
হ্রাস বিষয়ক পর্যালোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির উদ্দিনের সভাপতিত্বে পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। সভায় আরও বক্তব্য রাখেন, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার সুফিয়া আক্তার, এলজিসির বাগেরহাট জেলা সমন্বয়কারী মো. তাজুল ইসলামসহ ৯টি উপজেলার শিক্ষা কর্মকর্তারা। এসময় বক্তরা বলেন, ‘ঝড়, জলচ্ছাসসহ বিভিন্ন দুর্যোগে
উপকূলীয় জেলাগুলো সব থেকে বেশি আক্রান্ত হয়। এতে ওইসব এলাকার শিশুরা ক্ষতিগ্রস্থ হয়। এসময় সময় বেশিরভাগ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকে। তাই দুর্যোগের সময়, পূর্বে ও পরে শিশুদের সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। তারা আরও জানান, বাগেরহাট জেলার মোরেলগঞ্জ ও মোংলা উপজেলায় দুর্যোগের সময় শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার লক্ষে জরুরি অবস্থায় শিক্ষা কর্মসূচির আওতায় ইউনিসেফ’র আর্থিক সহযোগিতায় জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিভিন্ন ইতিবাচক কর্মসূচি বাস্তবায়ন করছে। জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, উপকূলীয় এলাকার প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের
দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি এবং পরবর্তী করণীয় বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। ঝুঁকি হ্রাসে শিশুদের সক্ষম করে তুলতে হবে। সম্প্রতি ঘূর্ণিঝড় বুলবুলে রামপালের
কয়েকটি শিক্ষা প্র্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দুর্যোগ সচেতনতার বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়াও সকল শিক্ষা কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের
শিক্ষার্থীদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2019 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel