: দামুড়হুদা থানার অন্তভুক্ত কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির মাদক বিরোধী অভিযানে গতকাল শুক্রবার রাত ৪ টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয় পরিষদের গেটের সামনে থেকে ৮ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট হাসিবুল ইসলামকে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের মুন্সিপুর গ্রামের মাঝ পাড়ার সানোয়ার হোসেন এর ছেলে হাসিবুল ইসলাম (৩২)।
কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ি সুত্র থেকে জানা গেছে, দামুডহুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুযোগ্য পুলিশ অফিসার ইনচার্জ ( ওসি) সুকুমার বিশ্বাস এর নেতৃত্বে, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই সাইফুল ইসলাম, এ এস আই রওশন সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রবেশ গেটের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন গতকাল শুক্রবার রাত ৪ টার দিকে দোহ তল্লাশী করে ৮ বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট হাসিবুল ইসলামকে আটক করেন। পুলিশ আরো ও বলে মাদক সম্রাট হাসিবুল এর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকের একধিক মামলা রয়েছে বলে জাগো দেশকে জানায়। মাদক সম্রাট হাসিবুল এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।