নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। মঙ্গলবার রাতে ফেনসিডিলসহ তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী শাহ্জালাল জীবননগরের কেডিকে ইউপির খয়েরহুদা হাইস্কুল পাড়ার তারাচাঁদ সরদারের ছেলে জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, চুয়াডাঙ্গা জীবননগর থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই নাহিরুল ইসলাম, পিএসআই হাসান, এএসআই হাবিব ও নুর হোসেন সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার রাত ১২ টায় শাহজালালের বাড়িতে অভিযান চালায়। পরে তার বাড়ি থেকে ১৮০ বোতল ফেনসিডিল উদ্ধার ও তাকে আটক করা হয়।