নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পান করে শরিফুল ইসলাম লাল্টু (৪৫) এক যুবক মারা গেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক। নিহত শরিফুল ইসলাম লাল্টু (৪৫) আলমডাঙ্গা উপজেলার আইলহাস গ্রামের জাভেদ বিশ্বাসের ছেলে। দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা পৌর এলাকার সাতগাড়ি গ্রামে বসবাস করতেন। আগে জেলা জজ কোর্টের মোহরার হিসেবে কাজ করলেও দুই বছর ধরে পাইকারি ব্যবসায় জড়িত ছিলেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডা. সৌরভ হোসেন বলেন, শরিফুল ইসলাম লাল্টু আগে থেকেই মাদকাসক্ত ছিলেন। মদ পান করে ওই যুবক এক মাঠে পড়ে ছিলেন। এলাকার লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। রাত একটায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষাক্ত মদপান করার কারণে তার মৃত্যু হয়েছে।