themesbaz_sky_19
ঘোষনা :
জাগোদেশ২৪ ডটকমে আপনাকে স্বাগতম , সর্বশেষ সংবাদ জানতে জাগোদেশ২৪ ডটকমের সাথে থাকুন । জাগোদেশ২৪ডটকমের জন্য  সকল জেলা ও উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, পাসপোর্ট সাইজের ১কপি ছবি ও শিক্ষাগত যোগ্যতার সনদপত্রসহ ই-মেইল পাঠাতে পারেন। ই-মেইল:
পুরাতন খবর খুজছেন ?

কুড়ুলগাছিতে চাঁদাবাজিদের বিরুদ্ধে মামলা করায় হত্যার হুমকি প্রতিটি মুহুর্তে আতস্কিত দিন কাটাছে মামলার বাদী পরিবারের

  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৩ বার নিউজটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার দামুডহুদা উপজেলার কুড়ুলগাছিতে চাঁদাবাজিদের বিরুদ্ধে মামলা করায় এখন নিজেদের জীবন বিপন্ন হবার আতঙ্কিত রয়েছেন মামলার বাদী পরিবার হাজী নজরুল ইসলাম, নুহুনবী, জাহাঙ্গীর, নাজমুল, দাউত, বিল্লাল, নুহুলসহ অনেকের। চাঁদাবাজ হিরো ও তার সহপাঠী তারিকুল বিরুদ্ধে চাঁদাবাজির মামলা তুলে না নিলে প্রাণনাশের হুমকি ধমকী দিচ্ছে বলে অভিযোগ করেছেন তিনারা। হিরো ও তার সহপাঠী তারিকুলের হলেন কুড়ুলগাছি ইউনিয়নের কুড়ুলগাছি আনান্দ বাজার পাড়ার আসাদুল হকের ছেলে হিরক ওরফে হিরো (২৮) এলাকার সবাই তাকে হিরো নামেই জানে। ও তার সহপাঠী কুড়ুলগাছি পুকুর পাড়ার ফলেহারের ছেলে তারিকুল (৩৫)। এই সব চাঁদাবাজিরা কাজকর্ম ছেড়েছুড়ে দিয়ে বেছে নিয়েছেন সে তার উর্পাজনের এক মাত্র পথ হিসাবে এই সব চাঁদাবাজ অর্থলোভী, স্বার্থান্বেষী, টাউট-বাটপারদের যথেষ্ট বিচরণ লক্ষ্য করা যাচ্ছে বলে জানান এলাকাবাসী।

মামলার বাদী হাজী মোঃ নজরুল ইসলাম জাগো দেশ ২৪ ডট কম সাংবাদিকে জানান, তিনি বলেন আমি সহজ সরল, এক জন হাজী মানুষ এক আল্লাহুকে ছাড়া কাউকে ভায় পাই না। হটাৎ কিছু দিন পূর্ব নিজ ব্যবসাস্থান কার্পাসডাঙ্গা বাজার হইতে বাড়ীতে ফেরার পথে কুড়ুলগাছি পশ্চিম পাড়া প্রাইমারী স্কুলের পার্শ্ববর্তী করিম মাষ্টারের গোল ঘরের সামনে পৌছাইলে তারিকুল ও তার সহপাঠী হিরো আমাকে রাস্তায় আটক করে তখন আমি বললাম কি ব্যাপার এভাবে রাস্তা আটকালে কেনো তখন তারিকুল ও হিরো সিপ দা,লাঠি, রামদা, মারাত্মক অস্ত্রে সস্ত্রে গলায় ঠেকিয়ে বলে দুই দিনের মধ্যেই ৩ লাক্ষ টাকা দিবি। আমি চাঁদাবাজদের কথা মতো চাঁদা দিতে অস্বীকার জানালে সন্ত্রাসীরা আমকে খুন করার হুমকি দেয়। তিনি আরোও বলেন চাঁদার টাকা দিতে না পারায় জোর পূর্বক আমার জমি ভোগ দখল করার জন্য বিভিন্ন পায়তারা করিয়া আসিতেছে উক্ত ঘটনার জের ধরিয়া অদ্য ইং -২০/০৭১৯ তারিখ সকাল অনুমান ১০ ঘটিকার কিছু সময় পরে আমার বড় ভগ্নিপতি মোঃ বজলুর রহমান আমার উক্ত জমিতে লেবার / জন নিয়ে জমিতে থাকা পাট গাছ কাটিতে থাকে। ঔ সময় সন্ত্রাসী তারিকুল ও সহযোগী হিরো সহ ৫/৬ জন ব্যক্তি হতে লাঠি সোটা,লোহার রড়,দা,দেশীয় অস্ত্র ইত্যাদি নিয়ে আমার উক্ত জমিতে অনধিকার প্রবেশ করিয়া অকষ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে এবং জমিতে কাজ করা লেবার/ জন দেরকে বিভিন্ন ভয়- ভীতি দেখাইয়া ভাগিয়ে দেয়। ঔ সময় আমার ভগ্নিপতি বিবাদীদের বাধা/ নিষেধ করায় তারিকুল ও হিরো আমার ভাগ্নিপতি মোঃ বজলুর রহমানকে এলোপাতাড়ী ভাবে মারপিট শুরু করে। ঔ সময় আমার ভগ্নিপতি মাঠিতে পড়িয়া গেলে হিরো হাতে থাকা দা দিয়া খুন করার উদ্দেশ্যে আমার ভগ্নিপতি মাথায় আঘাত করিয়া কাটা রক্তাক্ত জখম করে। ও আব্দুল মিয়ার হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে বাম পায়ের হাটুর উপরে কোপ মারিয়া গুরুত্ব যখম হয়। তখন আমার ভগ্নিপতির ডাক চিৎকারে আশেপাশে থাকা কামাল,রমজান,সহ অনেকেই ছুটে আসে। এবং এই ঘটনায় আমি সন্ত্রাসী তারিকুল, আব্দুলসহ হিরো বিরুদ্ধে মামলা দায় করি। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, চাঁদাবাজ তারিকুল মোটা অস্কের টাকার বিনিময়ে জামিনে বেরিয়ে এসে। গত শনিবার রাতে ফোন করে আমাকে খুনের হুমকি দেয় আর বলে দুই দিনের মধ্যে তুই খুন হয়ে যাবি আমি তোকে আগে থেকে জানিয়ে রাখলাম, আর যদি বাঁচার ইচ্ছা থাকে তাহলে দুই দিনের মধ্যে মামলা তুলে নিবি এসব কথা বলে ফোন কেটে দেয়।

এই বিষয়ে কুড়ুলগাছি মাঠ পাড়ার মফিজ উদ্দিনের ছেলে, নুহুনবী কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকে জানান, হিরো দল গঠন করিয়া অস্ত্রের ভয় দেখাইয়া এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম চাঁদাবাজি সহ মাদকের ব্যবসা করিয়া থাকে। ও তার সহপাঠী তারিকুল বিভিন্ন সময় আমার বাড়ীতে এসে অকারনে টাকা দাবী করে এবং বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। হটাৎ ০৫/০৮/১৯ ইং তারিখে রাত ৯ ঘটিকার সময় হিরো, ও তারিকুল সহ ৫, ৬ জন সন্ত্রাসীরা আমার বাড়িতে আসে এসে আমাম কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন চাঁদাবাজদের কথা মতো চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গলাই দেশীয় অস্ত্র ঠেকিয়ে বেদম মার ধরসহ প্রাণ নাশের হুমকি দেয়। চাঁদার টাকা দিতে না পারায় আমার বাড়ির পাশে জমিতে থাকা ১০ টা বড় বড় মেহগনি গাছ কেটে নিয়ে যায়। যাহার মূল্য ৪০ হাজার টাকা। আমি গাছ কাটা বাঁধা দিতে গেলে তারিকুল আমাকে খুন করার উদ্যোত তাড়া কের আমি ভয়ে চিৎকার করতে থাকি আমার আশেপাশে থাকা লোকজন ছুটিয়া আসিলে তারিকুল ঘটনাস্থল হইতে পালাইয়া হয়। চাঁদাবাজদের বিরুদ্ধে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। তাই বিজ্ঞ আদালতে অত্র মামলা দয়ের করি এবং মামলা কিছুদিন বিলম্ব হইতে হিরো ও তার সহপাঠী তারিকুল আমাকে বলেছে দুই দিনের মধ্যেই মামলা তুলে না নিলে খুন করার হুমকি দেয় মামলা করে যেনো আমার প্রতিটি মুহুর্তে আশস্ক দিন কাটছে এসব কথা সাংবাদিকে বলেন।

একি বিষয়ে কুড়ুলগাছি মাঠ পাড়ার নুহুনবী কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকে জানান, চাঁদাবাজদের কথা মতো চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসী তারিকুল আমাকে খুন করার হুমকি দেয় চাঁদার টাকা দিতে না পারায় দিন দুপুরে প্রকাশ্যে গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে ১২০ টা মেহেগনী গাছ কেটে নিয়ে যায় যাহার আনুমানিক মূল্য ৩ লাক্ষ টাকা। আমি বাধা দিতে গেলে আব্দুল আমাকে কিল,ঘুষি, চড়,থাপ্পড়, মারতে শুরু করে আমি চিৎকার করতে থাকি ওই সময় আমার স্ত্রী ঠেকাইতে গেলে তাকে তারিকুল মারধর করিয়া কাপড় চোপড় ছিড়ে বেহুশ করিয়া দেয়। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি। তাই বিজ্ঞ আদালতে মামলা দয়ের করি। আমার মামলা করাতে চাঁদাবাজ তারিকুল ও আব্দুল প্রতিটি মুহুর্তে খুন করার হুমকি দিচ্ছে আর বলছে মামলা তুলে না নিলে জীবনের মত খুন করিয়া লাশ গুম করিয়া ফেলি এই সব কথা সাংবাদিকে জানান।
এলাকাবাসী সুত্র জানা- গেছে এই চাঁদাবাজিতে যারা জড়িত তারা খুবই ভয়ঙ্কর চাঁদাবাজদের সাথে রাজনৈতিক দলের কিছু নেতা ও জনপ্রতিনিধির সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছেনড়। ( নাম প্রকাশ্যে অনিচ্ছুক) এক ব্যাক্তি বলেন হিরো ও তারিকুল সুধু চাঁদাবাজিয় করে না ফেনসিডিল, ইয়াবা,মদ,গাঁজাহস, নারী- পাচার করে থাকে বলে জানায় আরো ও বলেন তারিকুল চাঁদাবাজি করে একটা বাড়ী বানিয়েছে যাহার মূল্য আনুমানিক এক কোটি টাকা।
চাঁদাবাজির বিষয়ে চুয়াডাঙ্গা জেলার নবাগত সুযোগ্য পুলিশ সুপার জাহিদুল ইসলাম এর কাছে সাংবাদিকরা জানতে চাইছে তিনি সাংবাদিকে বলেন আমি শুনেছি এটা চাঁদাবাজি বিষয় না মূল্যত জমাজমি নিয়ে দীর্ঘ দিন যাবত দুই পক্ষের মধ্যে একটা বিরোধ চলছে এদের মধ্যে দুই জন আওয়ামী লীগের ও এক জন বিএমপির ঐই তিন জন সব সময় নাকি এক সাথে থাকে, ওরা অনেক খারাপ ছেলে। এদের বিরুদ্ধে এসপি বরাবর একটা লিখিত অভিযোগ কারুন আমরা আইনগত ব্যবস্থা নিবো বলেন। আরো ও বলেন বর্তমান পুলিশ বাহিনী একটি জনবান্ধব বাহিনীতে রূপ নিয়েছে। এখন সাধারণ মানুষকে আর পুলিশের কাছে আসতে হবে না। পুলিশই মানুষের দোড়গোড়ায় যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর ....
© All rights reserved © 2019 jagodesh24.com
Design & Developed BY Anamul Rasel