নিজস্ব প্রতিবেদকঃ ভোর সাড়ে ৫টা। তখনো অন্ধকার ভেদ করে ভোরেরআলো তেমন ফুটে উঠেনি। ঠিক সেই সময়েই চুয়াডাঙ্গা শহরের মাঝের পাড়ার বাসিন্দারা রাস্তায়। না কোন ঘটনার জন্য নয়, ভাল কাজ করার জন্য তারা নেমেছিলেন রাস্তায়। সেই দলে ছিলেন ৭০ বছরের বৃদ্ধ, মুক্তিযোদ্ধাসহ সব বয়সী মানুষ। এদের কারো হাতে ছিলো হাঁসুয়া, কারও হাতে কাঁচি ও আবার কারও হাতে কোদাল। এরা সবাই নিজ এলাকা পরিচ্ছন্ন করতে খুব ভোরে নেমে গেছেন রাস্তায়। দিনভর চলে নিজ এলাকা পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। ব্যতিক্রমী এ উদ্যোগটি গ্রহণ করে চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাঝের পাড়ার নবীন প্রবীন জাগরণ সংঘ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। নিজ এলাকার সব বয়সী মানুষকে নিয়ে পরিচ্ছন্নতা অভিযান শুক্রবার (১৮ অক্টোবর) দিনভর শহরজুড়ে ছিলো আলোচনায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসা কুড়িয়েছেন আয়োজকরা।
জানা গেছে, ২০১৫ সালে পৌর এলাকার মাঝেরপাড়াতে নবীন প্রবীণ জাগরণ সংঘ নামে সংগঠনটি যাত্রা শুরু করে। নিজ এলাকার বিভিন্ন সামজিক কাজে অংশগ্রহণ করে ইতিমধ্যে দারুণভাবে প্রশংসা কুড়িয়েছে। সব শেষ শুক্রবার খুব ভোরে সংগঠনটির আয়োজনে এলাকার প্রায় অর্ধশত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উদ্যোগ নেন নিজ এলাকা পরিস্কার করার। তারা ভোর থেকে দুপুর পর্যন্ত এলাকার রাস্তার দুপাশের জঙ্গল, ড্রেন পরিস্কার করেন। একই সাথে ছেটানো হয় মশক নিধন স্প্রে। হ্যান্ড মাইকে এলাকার মানুষকে জানানো হয় যেখানে সেখানে নিত্যদিনের ব্যবহার্য ময়লা আবর্জনা না ফেলার। সংগঠনটির সাধারণ সম্পাদক একরামুল হক খলিল বলেন, সংগঠনটির ব্যানারে আমাদের বিভিন্ন সামাজিক কাজে এলাকার সব ধরণের মানুষ এগিয়ে আসে। হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সব ভাল কাজে ঝাঁপিয়ে পড়ে। এটি আমাদের কাজের গতিকে আরও অগ্রসর করে। সংগঠনটির মুখপাত্র সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম বলেন, আমাদের সংগঠনটি একেবারেই অরাজনৈতিক। আমাদের সংগঠনের সদস্যদের কাছ থেকে গ্রহণ করা চাঁদার টাকা দিয়েই আমরা এলাকার গরীব অসহায় মানুষদের পাশে দাঁড়াই। চেষ্টা করি সব ভাল কাজে এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর। প্রতি মাসে এমন পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দেন সংগঠনটির এ যুগ্ম সাধারণ সম্পাদক। চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু নবীন প্রবীন জাগরণ সংঘের প্রতিটি সদস্যকে ধন্যবাদ জানান। তিনি বলেন, সংগঠনটির পরিচ্ছন্নতা অভিযান দৃষ্টান্ত কেড়েছে সকলের। তিনি আরও জানান, মাঝের পাড়ার নবীন প্রবীণ জাগরণ সংঘ নিজ উদ্যোগেই পরিচ্ছন্নতার যে কার্যক্রম শুরু করেছে তা সত্যিই আমাকে দারুণভাবে মুগ্ধ করেছে।