নিজস্ব প্রতিবেদকঃ আলমডাঙ্গার আঠারোখাদায় পূর্ববিরোধের জের ধরে দুই
পরিবারের মধ্যে সংঘর্ষে নারীসহ চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার বাড়াদী ইউনিয়নের
আঠারোখাদা গ্রামের নদীপাড়ার বিশ্বনাথ বিশ্বাসের ছেলে শুকুমার বিশ্বাস (৪৫), শুকুমার বিশ্বাসের স্ত্রী মিনতী দাশ (৩৫), একই এলাকার নগেন দাশের ছেলে আনান্দ দাশ (৩০) ও তাঁর স্ত্রী রুপস্বী দাশ (২৮)।
পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ আঠারোখাদা গ্রামের শুকুমার বিশ্বাসের সঙ্গে প্রতিবেশী আনন্দ দাশের ছাগল নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল সকালে দুজনের মধ্য বাগবিত-ার একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। পরে উভয় পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়লে নারীসহ চারজন আহত হন। এ সময়
স্থানীয় ব্যক্তিরা শুকুমার বিশ্বাস ও তাঁর স্ত্রী মিনতী দাশকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এবং আনন্দ দাশ ও তাঁর স্ত্রী রুপস্বী দাশকে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী
জানান, ‘এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
Leave a Reply