নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আসমানখালি বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা। অভিযানে বাজারের দুটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে জব্দ করা
মেয়াদোত্তীর্ণ কোল্ড ড্রিংস ও অন্য খাদ্যদ্রব্য। পরে তা ব্যবসাপ্রতিষ্ঠানের সামনেই বিনষ্ট করা হয়। দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয় ১৬ হাজার টাকা। গতকাল বুধবার বিকেলে এ অভিযান চালানো হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ জানান, গতকাল বিকেল পাঁচটার দিকে আসমানখালি বাজারের বিশ্বাস ফুডসে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ করা হয়। দোকানে পণ্যের মূল্য তালিকা ছিল না। এ জন্য বিশ্বাস ফুডসের মালিক মো. খোকন বিশ্বাসকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও একই বাজারের
আলমগীর স্টোরে অভিযান চালিয়ে জব্দ করা হয় মেয়াদোত্তীর্ণ পণ্য। আলমগীর স্টোরের মালিক আলমগীরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠান
থেকে জব্দ করা পণ্য বাজারে প্রকাশ্যে বিনষ্ট করা হয়। অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি মানিক আকবর। এ সময় অন্যদের মধ্যে ক্যাবের সদস্য রফিক ইসলাম এবং চুয়াডাঙ্গা পুলিশের নায়েক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একদল
পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।