সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের নেতৃত্বে এসআই জুয়েল রানা, এসআই রফিক, এসআই আলমগীর হোসেন ও সংগীয় ফোর্সসহ বুধবার রাত সাড়ে এগারোটার দিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় নুর ইসলাম ওরফে বদরের বাড়ি থেকে ১৫ কেজি গাঁজা ও ২ বোতল অফিসার্স চয়েজ ব্র্যান্ডের ভারতীয় মদসহ বদরকে আটক করা হয়। এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।