সখীপুর প্রতিনিধিঃ টাঙ্গাইলের সখীপুরে ২৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সখীপুর থানা পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে উপজেলার কালিয়া থেকে তাঁদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো-ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের
উত্তরপাড়ার মোঃ শামছুল হকের ছেলে সাইফুল ইসলাম (২৮), একই এলাকার মোঃ আমির হোসেনের ছেলে মোঃ ফয়সাল আহমেদ সিফাত (২০) ও ঘাটাইল উপজেলার জোড়দিঘী উত্তরপাড়া গ্রামের মোঃ নাজিমুদ্দিনের ছেলে মোঃ ফারুক হোসেন (৩৫)। সখীপুর থানার এসআই জাহিদুল ইসলাম বলেন, মাদকের
বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসাবে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে হয় এবং আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার টাঙ্গাইল আদালতে সোপর্দ করা হয়েছে।