সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরার কালিয়ানী সীমান্ত থেকে ১১ কেজি ৭৫০ গ্রাম
ভারতীয় রূপা জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানী সীমান্ত থেকে এসব রূপা জব্দ করা হয়। তবে এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি বিজিবি। বিজিবি জানায়, সদর উপজেলার কালিয়ানী সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত থেকে রূপার একটি বড় চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় কালিয়ানী মাঠ নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১ কেজি ৭৫০ গ্রাম ভারতীয় রূপা জব্দ করা হয়।সাতক্ষীরা-৩৩ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত রূপার আনুমানিক মূল্য ৭ লাখ ৯১ হাজার ৭৬৫ টাকা। তিনি আরও জানান, জব্দকৃত রুপা গুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা রাখা হয়েছে।