স্থানীয়রা জানান বকুল ছিল মানসিক প্রতিবন্ধী। তাকে এলাকার মানুষ বকুল পাগল নামে ডাকতো। সে সবার অজান্তে ঘরের আড়ার সাথে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে মনে হচ্ছে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান লাশ উদ্ধার করা হয়েছে। বকুল যেহেতেু মানসিক রোগি ছিল। মানসিক রোগের কারণে সে যেখানে চিকিৎসা নিতো এমন প্রমাণপত্র যাচাই করে মরদেহ ময়না তদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে। তাছাড়াও এ বিষয় নিয়ে কেউ বাদি
হয়নি।