এফ এম বদিউর জামানা বিশেষ প্রতিবেদকঃ পাইকগাছা পৌরসভায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসরাফিল গাজীর মেয়ে আছমা বেগম (৩৫) কে একই গ্রামের মৃত জবেদ গাজীর ছেলে মালেক গাজী,কালু গাজী ও রমজান মারপিট করে গুরুত্বর আহত করেছে। পারিবারিকভাবে বিভিন্ন সময় মালেক গাজীদের সাথে বিরোধ চলে আসছে ইসরাফিল গাজীর। ইং ৮/১০/২০২০ তারিখের সকালে ওয়াপদার মাটি নেয়াকে কেন্দ্র করে মর্জিনা বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে মর্জিনার মেয়ে আছমা বেগম প্রতিবাদ করতে গেলে ক্ষিপ্ত হয়ে মালেক গাজী,কালু গাজী ও রমজান গাজী তাকে বেধড়ক মারপিট করে গুরুত্বর আহত করেছে। এ বিষয় মর্জিনা বেগম বাদী হয়ে পাইকগাছা থানায় একটি সাধারন ডায়েরি করেছে। যার নং-৩৪৮। এ বিষয় পাইকগাছা থানার ওসি এজাজ শফীর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্হা নেয়া হবে।
