কবি রিতুনুর
আমি বসিয়া আছি,
শান্ত এই নিরালায়
কদবেল গাছটি ছায়া দিয়ে
হেলিয়া পরেছে আমার গায়ে
পুকুরের পানিতে চিংড়ি মাছ,
তেলাপিয়া মাছ দল বাঁধিয়া ছুটে।
সুযোগ বুঝে আলতো ছোয়া দিয়ে
পায়ে ভেসে উঠে।
হুতুম পেঁচা করছে ডাকা ডাকি
গোধুলিতে ফিরেছে পাখিরা বাসায়
পরিবেশ পরিচিতি
দেখিয়া চোখ জুড়িয়ে যায়।
পেয়ারা গাছে টুনটুনি লাফায়
পথিক নিরবে পথ ধরিয়া হেটে যায়।
আঁকা বাঁকা রাস্তা পুকুরের চারো পাশে
বাংলার হাজার রুপে
এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে।
এতো সুন্দর গ্রাম দেখে জুড়িয়ে গেলো
আমার প্রান
হে আল্লাহ্ তুমি কি মহান।
কতো সুন্দর করিয়া ধরনী তুমি মোদের
করিয়া দিয়াছো দান
তুমি মেহেরবান তুমি মেহেরবান।