কবি রিতুনুর
পুঁঠি খোলসে বাতাসী মাছ
ধরা পরেছে জালে।
সাত সকালে খোকা গেছে
জাল নিয়ে খালে।
লুঙ্গি উঁচিয়ে নীল টিশার্ট গায়ে
হাতে দিয়ে চুড়ি।
কালো মেঘ অনায়াসে,
যাচ্ছে দুরে উড়ি!!
কিচিরমিচির শব্দ করে ডাকছে
বন মুরগীর ছানা।
উড়ে এসে গাঙচিল
দিচ্ছে খালে হানা।
খালের দুপাশে গজিয়েছে
কতো কচুরিপানা।
সবুজ ধান দুলছে বাতাসে
শাপলা শালুক ঝিলে
রাঙা বউ মাছ পেয়ে
হাসে খিল খিলিয়ে।
সোনার বাংলায় আছে মোদের
কতো সোনার ছেলে
দেশটাকে ভালোবেসে হয়ে যায় জেলে।