-কবি রিতুনুর
খুশির খবর কেউ দেয় না
ওনলাইনে এসে
মানুষগুলো মাক্স পড়ে
ঘুরে ছদ্মবেশে।
সকাল হতে সন্ধ্যা পর্যন্ত
ঘরে বসেই মৃত্যুর কথা শুনি!!
নিজের মৃত্যু আসবে কবে,
সেই আশায় জাল বুনি।
মানুষের হাসি হাসি চেহারাগুলো
দুঃখে গেছে ঢেকে।
করোনা ভাইরাসও এই সুযোগে
বসছে এঁকেবেঁকে!!
কালচে রংয়ের গরম চায়ে
লেবু আদার রস,
চলছে জীবন ভালোই
আমার মুখে নাই রসকষ।
মৃত্যুর মিছিল আক্রান্তের সংখ্যা
হচ্ছে দিন দিন ভারী
হৃৎপিণ্ডটা হলো ক্ষত বিক্ষত
করোনার কাছে
আর কতোদিন হারি।
স্রোতের টানে ভেসে যাবো
আর কিছু নাই বাকি
হাসি তবু অফুরন্ত রেখে
বাকি দিনেগুলো থাকি।