খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা অফিসঃ আলমডাঙ্গার পারকুলা গ্রামের হোটেল ব্যবসায়ী বিল্লালের বিরুদ্ধে ১১ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেস্টার অভিযোগ উঠেছে। বুধবার দুপুরের দিকে খেলা করা অবস্থায় একা পেয়ে তাকে ঘরে তুললে তার ছোট বোনের চিৎকারে লোকজন হাজির হলে বিল্লাল পালিয়ে যায়। জানা গেছে,আলমডাঙ্গার পারকুলা গ্রামের শাহাদত হোসেন সাধুর ছেলে বিল্লাল হোসেন মুনাকষা মোড়ে হোটেলের ব্যবসা করেন। বুধবার দুপুরের দিকে বিল্লালে বাড়িতে গ্রামের এক স্কুল ছাত্রি তার মেয়ের সাথে খেলা করছিল। অভিযোগ উঠেছে বিল্লাল ওই স্কুল ছাত্রীকে তার ঘরে তুলে ঘর বন্ধ করে দেয়। এ সময় ওই ছাত্রীকে বিল্লাল ধর্ষণের চেস্টা করে। সে সময় তার ছোট বোনের চিৎকারে লোকজন জড়ো হলে মেয়েটিবে ঘর থেকে বের করে দেয়। এ ঘটনার পর গ্রামে বিল্লালের বিচার দাবী ওঠে। অভিযোগ উঠেছে একটি চক্র টাকা খেয়ে দরিদ্র ওই পরিবারকে থানায় মামলা করতে না দিয়ে গ্রামে বসে সালিশ সভার মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেবার চেস্টা করছে।