মানিকগঞ্জ প্রতিনিধি (সাকিব আহমেদ) :মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় মুজিব শতবর্ষে ৩ মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে আজ হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে ।এর’ই পরিপেক্ষিতে আজ ৭’ই জুলাই বাল্লা ইউনিয়ন এর ব্যাসদী হাফেজিয়া মাদ্রাসা,ব্যাসদী জামে মসজিদ ও ঝিটকা ঠাকুর পাড়া জামে মসজিদে বৃক্ষরোপন করা হয়েছে। এ বিষয়ে বাল্লা ইউনিয়ন ছাত্রলীগ নেতা আশিক পারভেজ বলেন,,
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দে’শ মুজিব শতবর্ষে ৩ মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে দলের সকল স্তরের নেতা কর্মীদের অন্তত ৩’টি করে গাছ লাগাতে হবে এর’ই পরিপেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগের দিকনির্দেশনায় সংসদ সদস্য মমতাজ বেগম এর অনুপ্রেরণায়, হরিরামপুর উপজেলা ছাত্রলীগ এর নির্দেশনায় বাল্লা ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে। উক্ত কর্ম কান্ডে এলাকাবাসী শুভেচ্ছা জানিয়েছেন।