জাগো দেশ প্রতিবেদনঃ মুন্সীগঞ্জের রামপালে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২০২ বোতল ফেনসিডিলসহ আরমান নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালান জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. মোজাম্মেল হক মামুন। এ সময় এসআই সালাম, রেজাউল সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সদরের রামপাল দালালপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেনের বাড়ি থেকে ২০২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী সদর উপজেলার হাটলক্ষীগঞ্জ এলাকার আমির হোসেন মোল্লার ছেলে আরমানকে (৩৪) গ্রেফতার করা হয়েছে বলে জানায় ডিবি পুলিশ। আরমান রামপাল ইউনিয়নের দালালপাড়া গ্রামের জাহাঙ্গীরের বাড়ির ভাড়াটিয়া। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সদর থানায় মামলা করা হয়েছে।