মো:মোকছেদুল ইসলাম পাটগ্রাম লালমনিরহাট প্রতিনিধিঃ বাল্য বিবাহ একটি সামাজিক অন্যায় একে প্রতিহত করুন, এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন বাল্য বিবাহ বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত। বাংলাদেশে বাল্য বিবাহ একটি মারাত্মক সমস্যা৷ ইউনিসেফের শিশু ও নারী বিষয়ক প্রতিবেদনে অনুসারে বাংলাদেশের ৬৪% নারীর বিয়ে হয় ১৮ বছরের আগে৷ বাল্য বিবাহ নিরোধ আইন অনুসারে ছেলেদের বিবাহের বয়স নুন্যতম একুশ এবং মেয়েদের বয়স আঠারো হওয়া বাধ্যতামূলক৷ অশিক্ষা, দারিদ্র, নিরাপত্তাহীনতা ও সামাজিক নানা কুসংস্কারের কারনে এ আইনের তোয়াক্কা না করে বাল্য বিবাহ হয়ে আসছে৷ লালমনিরহাট জেলার সীমান্ত বর্তি উপজেলা পাটগ্রাম পৌর গার্লস স্কুলের ১০ ম শ্রেণীর এক ছাত্রীকে বাল্য বিয়ে করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে বর আজিনুর রহমান। পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন,শনিবার ভোর রাতে পাটগ্রাম পৌরসভার ০৪ নং ওযার্ডের বানিয়াপাড়া এলাকায় একটি বাল্য বিয়ে হচ্ছে গোপন সূত্রে জানতে পেয়ে আমি একদল পুলিশ নিয়ে বিয়ের বাড়িতে হাজির হই।ওই সময় আমাদের উপস্থিতি বুঝতে পেয়ে সবাই পালিয়ে গেলেও বিয়ের বর আজিনুর রহমান (২০) আটক করেছি।পাটগ্রাম উপজেলার ভান্ডারদহ এলাকার আনছার আলীর পুত্র আজিনুর রহমান।পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ইউএনও মো মশিউর রহমান বাল্য বিয়ে করার দায়ে বর আজিনুর রহমানের এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।সাজাপ্রাপ্ত আজিনুর রহমানকে শনিবার দুপুরে লালমনিরহাট কারাগারে প্রেয়ণ করা হয়েছে।