জ্যেষ্ঠ প্রতিবেদকঃ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বঙ্গবন্ধুর অন্যতম সহচর, পাঁচবারের সংসদ সদস্য, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযাদ্ধা অ্যাডভোকেট আছাদুজ্জামানের সহধর্মিণী, একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর-এর মাতা, মাগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভানেত্রী ও মুক্তিযুদ্ধের সংগঠক মনোয়ারা জামান-এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। রোববার এক শোক বার্তায় স্পিকার মনোয়ারা জামানের রুহের মাগফেরাত কামনা এবং তার শােক- সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, রোববার বিকাল ৫টা ১৫ মিনিটে মাগুরা পশু হাসপাতালপাড়াস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও লিভার জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এছাড়া, মনোয়ারা জামান-এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।