শিহাব অাহম্মেদ-বিশেষ প্রতিনিধিঃসাদুল্যাপুর উপজেলার দমোদরপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত কান্তানগর বাজার সংলগ্ন ২০ ফিট রাস্তা পুনঃ নির্মাণ কাজের উদ্বোধন করেন বিপিডিএ গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক ডাঃ মোঃ জিয়াউল হক সিদ্দিকী ও বিপিডিএ গাইবান্ধা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক ডাঃ বিদ্যুৎ চন্দ্র বমর্ন এ সময় ডাঃ মোঃ জিয়াউল হক সিদ্দিকী বলেন, সেবায় আমরা, সমাজ উন্নয়নে। দুর্ভোগ যেখানে, আমরা সেখানে। এরই ধারাবাহিকতায় আমরা সাদুল্যাপুর উপজেলায় দমোদরপুর ইউনিয়ন অন্তর্ভুক্ত কান্তানগর বাজার সংলগ্ন ২০ ফিট রাস্তা পুনঃ নির্মাণ করি। এবং যেখানে আমরা এমন দুর্ভোগ দেখবো বা জানবো সেখানেই আমরা তা সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ ।উল্লেখ্য বিপিডিএ গাইবান্ধা জেলা কোভিড-১৯ এর ভয়াল মহামারী ঠেকাতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফ্রি চিকিৎসা প্রোগ্রাম পরিচালনা আসছেন ও করোনা থেকে নিরাময় পাওয়া রোগীদের কর্ম স্পৃহা বৃদ্ধির লক্ষ্যে শুভেচ্ছা স্মারক ( ক্রেস্ট) প্রদান সহ সমাজের বিভিন্ন রকম উন্নয়ন ও সেবা মূলক কাজ করে আসছেন।