তানজিলা ইসলাম,জাগো দেশ প্রতিবেদকঃ গাজীপুর সিটিকর্পোরেশন এর পুবাইল মেট্রথানার হায়দরাবাদ পল্লী বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রর পশ্চিম দক্ষিন পার্শ্বে আনুমানিক ১২বৎছর পর্যন্ত , পল্লী বিদ্যুৎ এর কিছু অসাধু কর্মকর্তাদের যোগ সাজেছে হুকুম এর মাধ্যমে অবৈধ ভাবে বিদ্যুৎ চুরি হচ্ছে। গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকার এর মাননীয় প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার ছিলো একটি বাড়ীও বিদ্যুৎ বিহীন থাকবে না, বাংলাদেশ সরকার প্রতিবৎছরে হাজার হাজার কোটি টাকা ভর্তুকী দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত,সরকার বিদ্যুৎ চুরির বিরুদ্বে কঠোর হস্তে দমন এর নির্দেশ দিলেও কিছু অসাধু অর্থ লোভী কতিপয় কর্মকর্তাদের যোগ সাজেছে চলছে অভাধে চলছে বিদ্যুৎ চুরি।
দেখা যায় হায়দরাবাদ রেল ক্রসিং আক্কাছ মার্কেট এর পশ্চিম দক্ষিন পার্শ্বে জাগিরারটেক জামে মসজিদ সংলগ্নে মরহুম মফিজ উদ্দিন এর ছেলে মোঃ বাদল হোসেন নিজ বাড়ির সামনে পল্লী বিদ্যুৎ ট্যানেস মিটার এর কাছ থেকেই অবৈধ ভাবে হুকিং এর মাধ্যমে আনুমানিক ১০ থেকে ১২ বৎছর এভাবেই পল্লী বিদ্যুৎ ব্যাবহার করে আসছে,আর সেটা পল্লী বিদ্যুৎ অভিযোগ কেদ্ররের অফিস থেকে আনুমানিক অর্ধ কিলোমিটার দুরত্ব হতে পারে।অথচ পল্লী বিদ্যুৎ এর যারা মিটার থেকে বিল করে নেয় প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে তাদের চোখে কেন পরে না এই দৃশ্য।
সব বাড়ির পল্লী বিদ্যুৎ এর বিল করে নেন যারা , তারা কি এই বাড়িতে কখনো যায়নি,কে দিবে এই প্রশ্নের উত্তর,সাধারন জনগন এই প্রশ্নের উত্তর চায়,দেখতে চায় অবৈধ ভাবে বিদ্যুৎ ব্যাবহার কারীর বিরুদ্বে কি পদক্ষেপ নেয় পল্লীবিদ্যুৎ এর উর্ধতন কর্মকর্তার কাছে প্রশ্ন হলো কোন ক্ষমার উপরে ভরকরে আনুমানিক ১০ থেকে ১২ বৎছর এভাবেই পল্লী বিদ্যুৎ ব্যাবহার করে আসছে মরহুম মফিজ উদ্দিন এর ছেলে মোঃ বাদল হোসেন।এই সমস্ত লোকের কারনে সরকার ক্ষতিগ্রস্থ হচ্ছে জাতীয় রাজস্ব আয় কবে হবে এর প্রতিকার। ক্ষমতাবান দের ক্ষমতার অপব্যাবহার করার কারনেই বিভিন্ন খাত থেক সরকার জাতীয় রাজস্ব আয় কর থেকে বঞ্চীত হচ্ছে প্রতিনিয়ত।