গোধুলিতে মিশে যাবো।
কবি-রিতুনুর।
হয়তো এই পৃথিবীতে
একদিন আমার অস্তিত্বটুকু
খুঁজে মিলবেনা কোথাও।
কালের ভাদ্রে হারিয়ে যাওয়া
লক্ষ কোটি মৃত্যুর মিছিলে
হয়তো একদিন আমিও
শামিল হয়ে যাবো।
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ছেড়ে,
পৃথিবীর মায়া ভুলে।
এটাই তো নিয়ম অনুসৃত পথ
যেতে তো হবেই,
আজ নয়তো কাল!!
গোধুলি আমার খুবি পছন্দ
আমার জন্য কার চোখে
দুফোঁটা অশ্রু গড়িয়ে এলে
গোধুলির আলোতে একবার দেখে নিও
আমি থাকবো আমার
প্রিয় আকাশের গায়ে লেগে।
হলুদ রংয়ের গোধুলী আলোর
সাথে মিশে।
আজ-কাল করোনা ভাইরাস
যেভাবে বিজ্ঞানকে ছুঁড়ে অবলীলায়
বিশ্বের সকল শক্তিকে পরাজিত করছে
তাতে মৃত্যুর মিছিলে শামিল হওয়াটা
দুরের নয় মনে হয়।
তবু ভালোবাসি মানুষকে ভয় নয়
জয় হোক জীবন যুদ্ধের
বিজয় ও আসতে পারে মানুষের দ্বারে।