———————
সানজিদা হক অনু
আকাশে দেখি তারার মেলা
জীবন হলো চলনার খেলা
রয়েছে হাজারো সৃতি
সাগরে রয়েছে হাজারো ঢেউ
ঢেউ এর মধ্যে চলছে
অনুর জীবনের খেলা,
সত্য প্রকাশ এর মেলা।
হাতের বাম পাশে নেই তো কেউ
বিবেকবান ( মা — বাবা )ছাড়া,
ডান পাশে হলো না সঙ্গী,
৫ টাকার কলম ছাড়া।
ফুলের সুভাসে,
সাগর এর ঢেউ
দক্ষিনে বাতাসে,
উড়ে বেড়ায় ক্ষুদ্র এই মন।