শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ ৯৯৯ এ ফোন করে উদ্ধার হলো সুন্দরবনে হারিয়ে যাওয়া ছয় কিশোর। প্রায় ১৮ ঘণ্টা পর বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাদের
স্ব স্ব অভিভাবকের হাতে তুলে দেয়। পূর্ব সুন্দরবনের ধানসাগর স্টেশনের বনে এ ঘটনা ঘটে। উদ্ধার হওয়া কিশোররা হলেন, উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া
গ্রামের ইসাহাক খলিফার ছেলে জয়, ফারুক খলিফার ছেলে সাইমুন, শহিদুল খলিফার ছেলে জুবায়ের, শহিদুল খলিফার ছেলে মাইনুল ইসলাম, জাহাঙ্গীর তালুকদারের ছেলে রহিম ও রায়েন্দা বাজারের জাহাঙ্গীর খলিফার ছেলে ইমরান।
বুধবার সকাল ১০টায় ওই ছয় কিশোর মিলে কৌতূহল বশত উপজেলার রাজাপুর এলাকা থেকে সুন্দরবনে প্রবেশ করেন। বনে প্রবেশের কিছুক্ষণ পরে তারা পথ হারিয়ে ফেলে। পথ খুঁজে না পেয়ে সন্ধ্যা হলে তারা বনের বিভিন্ন গাছে আশ্রয় নেয়। কিশোরদের মধ্যে রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুলের এসএসসি পরক্ষার্থী জয় বুদ্ধি খাটিয়ে তার মোবাইল থেকে ৯৯৯ এ খবর দেয়। সেখান থেকে তারা
সরাসরি শরণখোলা থানায় কথা বলিয়ে দেয়। এরপর থানা ও ধানসাগর নৌ-পুলিশ স্থানীয়দের নিয়ে সুন্দরবনে তল্লাশি চালায়। তারা মাইকিং করে কিশোরদের সন্ধান পাওয়ার চেষ্টা করে। এরপর মোবাইলে যোগাযোগের মাধ্যমে ভোর ৪টায়
তাদের সন্ধান মিলে। তারা লোকালয় থেকে প্রায় ৫-৬ কিলোমিটার দূরে গভীর বনে ঢুকে পড়েছিল। উদ্ধার হওয়া কিশোর জয় জানান, তার মোবাইলে ব্যালেন্স ছিল
না। কিন্তু সে জানতো ব্যালেন্স না থাকলেও ৯৯৯ এ ফোন করা যায়। তাই সে বুদ্ধি করে ৯৯৯ ফোন করে সহযোগিতা চায়। শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ জানান, কিশোরদের উদ্ধার করে থানায় এনে তাদের অভিভাবকদের
খবর দেয়া হয়। দুপুরে সবাইকে মিষ্টি খাইয়ে স্ব স্ব অভিভাবকের হাতে তুলে দেয়া হয়।