ঝিলের জলে পদ্মাবতী
শাপলা তুলতে যায়,
হেলেদুলে গুনগুনিয়ে
নানান ছন্দে ছন্দ মিলিয়ে
প্রেমের গান গায়।
অপরুপে সাজানো
বাংলার প্রকৃতিতে দেখে
পদ্মাবতী মুগ্ধ হয়ে রয়,
মায়াবী অবয়বে
আকাশটাও সেজেছে
লাগছেনা তাই ভয়।
নৌকার মধ্যে পদ্মাবতী
প্রান চঞ্চল ভাসে।
হাহা হিহি খলখলিয়ে,
মনের সুখে হাসে।
কখনযে বেলা ডুবে
সন্ধ্যা চলে আসে,
আকাশের গায়ে নক্ষত্র তখন
একটা দুটা ভাসে।
হুক্কাহুয়া শিয়াল ডাকে,
চতুর দিকে ঝিঁঝির ডাকাডাকি।
পদ্মাবতী চেঁচিয়ে বলে
এতো সুখ প্রকৃতিতে রেখে
নিঃশব্দে ঘরের ভেতর
করোনার ভয়ে জর্জরিত হয়ে
আর কতোদিন থাকি।