নিজস্ব প্রতিবেদকঃ মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল ও আলগামন মুখোমুখি সংঘর্ষে ২ জন আহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার চোখতোলা নামক স্থানে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন মেহেরপুর ফুল বাগান পাড়ার রেজাউল হকের ছেলে ও মেহেরপুর শহরের আব্দুস সাত্তার ডেন্টাল মেমোরিয়াল হল এর চিকিৎসক আসিব(৪০) ও নেত্রকোনা জেলার পূর্বধলা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে শরীফ (৪৫)। আহত শরীফ জানায় মোটর সাইকেল চালক আসিব ও আরোহী শরীফ তারা উভয়ে পরস্পর ভায়রা ভাই। ঢাকা থেকে আসা ঔষধ আনার জন্য তারা কুষ্টিয়া এস এ পরিবহনের অফিসে যাচ্ছিল। এ সময় উপজেলার চোখতোলা নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে মাছ নিতে আসা মেহেরপুর গামী একটি আলগামনের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষে চালক আসিবের ডান পায়ের হাঁটুর কিছুটা উপরে ভেঙে গিয়ে গুরুতর আহত হয়। পথচারীরা তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে আসিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে আলগামন গাড়িটি ঘটনাস্থলে পড়ে থাকলেও চালক ও যাত্রীদের সন্ধান পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তাছাড়া মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে তারা আত্মগোপন করে আছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওবায়দুর রহমান জানান সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।