পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলায় সন্তানদের ওপর অভিমান করে ৮১ বছর বয়সে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার রাত ১১টার দিকে উপজেলার রাড়ুলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধের নাম মেছের মোড়ল (৮১)। তিনি একই এলাকার মৃত মাদার মোড়লের ছেলে।
স্থানীয়রা জানান, অভাব-অনটনের মধ্যে থাকায় তার সন্তানরা তাকে দেখাশোনা না করায় মনের কষ্টে অভিমান করে আত্মহত্যা করেছেন মেছের মোড়ল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওসি (তদন্ত) আশরাফুল আলম জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।