আশরাফুজ্জামান রনি, জাগো দেশ,প্রতিবেদকঃ করোনা ভাইরাস (কভিড-১৯) প্রতিরোধে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুর কুল্লা গ্রাম যুব সমাজের উদ্যোগে স্বেচ্ছায় লক ডাউন ঘোষনা করা হয়েছে জানাগেছে কুতুবপুর গ্রামের কৃৃতিসন্তান কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান খলিলুর রহমান ভূট্ট ও ইউপি সদস্য মনিরুজ্জামান মনি বিশ্বাসের নির্দেশনায় আজ (১২) তারিখ সকাল ১০ টা থেকে পীরপুর কুল্লা গ্রামের নুড়িতলা পাড়ায় কার্পাসডাঙ্গা রোডে সাংবাদিক আশরাফুজ্জামান রনির নেতৃৃৃৃত্যে লক ডাউন ঘোষনার প্রস্তুতি শুরু হয় ৷ এসময় উপস্থিত ছিলেন পীরপুর কুল্লা গ্রামের নুড়িতলা পাড়ার সকল যুব সমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ।