মেহেদী হাসান মিলন,কার্পাসডাঙ্গা অফিসঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের খলিসাগাড়ি গ্রামে গতকাল মঙ্গলবার জাঁকজমক ভাবে কেক কেটে আলোচনা সভা দোয়ার মাধ্যমে মুজিব শতবর্ষ পালন করা হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আ:লীগের সহ-সভাপতি গনমানুষের নেতা দুখী মেহনতী মানুষের বন্ধু বিশিষ্ট সমাজ সেবক শিল্পপতি নজরুল ইসলাম মল্লিক।এসময় উপস্থিত ছিলেন নাটুদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আ:লীগ নেতা রাজপথের পরিক্ষিত সৈনিক জনপ্রিয় ও বিপ্লবী নেতা ইয়াসনবী তরফদার, কুদ্দস মেম্বর,উপজেলা যুবলীগের আহবায়ক এ্যাড আবু তালেব , খাজা,নাটুদাহ ইউনিয়ন আ:লীগ নেতা কিতাব আলী,আহসান আকবার,হেলাল,রহিদুল,জমির,জিয়ারুল,যুবলীগ নেতা ইমদাদুল,রাজু,মকলেস,কামাল, রমজান,কামরুল,ছাত্রলীগ নেতা আক্তার হোসেন,সাগর,গাফফার,সজীব,ইমরান,লাভলু,জুয়েল,সাদিক,আল মামুন প্রমুখ।এসময় নজরুল মল্লিকের অনুষ্ঠানে হাজারো নেতাকর্মীর ঢল নামতে দেখা যায়।