মেহেদী হাসান মিলন, কার্পাসডাঙ্গা অফিসঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে মুজিবশতবর্ষ উপলক্ষে গতকাল মঙ্গলবার ইউনিয়ন আ:লীগ,যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগের সভাপতি বনাম সম্পাদক একাদশের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।খেলায় ২-১ গোলে সভাপতি একাদশকে পরাজিত করে সম্পাদক একাদশ চ্যাম্পিয়ন হয়।সভাপতি একাদশে খেলায় অংশ গ্রহন করেন দামুড়হুদা উপজেলা আ:লীগের সহ-সভাপতি সহিদুল হক,কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ:লীগের সভাপতি শাফিকউর রহমান শাফিক মাষ্টার,কাদের বিশ্বাস,ইলিয়াস হোসেন,ডা:রবিউল হক,নাসির হোসেন,লুৎফর রহমান,শওকত, সবুর মেম্বর,সহিদুল সর্দার,কার্পাসডাঙ্গা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আরিফ হোসেন , কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম এপি,কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা,অপরদিকে সম্পাদক একাদশে ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান ভু্ট্ট,কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ:লীগের সাধারন সম্পাদক নজীর আহমেদ,আ:সালাম বিশ্বাস,জাহিদুর রহমান মুকুল,শওকত আলী,রেজাউল করিম মিন্টু,রবিউল হক,সাইদ,ফকির শেখ,আলালউদ্দীন,কার্পাসডাঙ্গা ইউনিয়ন কৃষকলীগের সাধারন সম্পাদক সাজেদুল বিশ্বাস মিঠু,কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজ কচি,কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সানাউল কবির শিরিন।রেফারীর দায়িত্ব পালন করেন শিক্ষক আহমদ আলী, লাইসম্যান ছিলেন সাজ্জাদ ও জহিরুল। ধারাভাষ্যকারে ছিলেন মখলেছুর রহমান রিপন ও ফরিদ। এসময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা জামাত আলী,কার্পাসডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক শরীফ রতন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মেহেদী হাসান মিলন,দপ্তর সম্পাদক বখতিয়ার খলজি বকুল,জাফর,আক্তারুল,কার্পাসডাঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক ,তুহিন, রকিবুল,ফরহাদ,খালিদ,সাজ্জাদ,সাজ্জাদ-২,শিপলু,রিয়াদ,মানিক,রাব্বী প্রমুখ।