কার্পাসডাঙ্গা অফিস : করোনা ভাইরাস যেমন খেটে খাওয়া মানুষকে বিপাকে ফেলেছে, তেমনি বিভিন্ন পশু-প্রাণীকেও ফেলেছে খাদ্য সংকটে। বর্তমান সময়ে মানুষজন পশু – প্রাণীর সংস্পর্শে আসছেনা। পশু-প্রাণীগুলো ক্ষুধার জ্বালায় ভুগছে রাস্তায় রাস্তায়। নিম্ন আয়ের মানুষের পাশে যেমন দাঁড়িয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তেমনি প্রাণী প্রেমীরাও খাবার নিয়ে দাঁড়িয়েছেন বিভিন্ন স্থানে। বন্ধ আছে সব দোকান-পাট, বাজার-ঘাট। ফলে রাস্তার পশু-প্রাণীগুলো পড়েছে বিপাকে। খাদ্য সংকটে এদিক-ওদিক ছুটোছুটি করছে কুকুর-বেড়াল। ঠিক এই সংকটকালীন মুহূর্তে আজ বিকেল সাড়ে ৫ টার দিকে ওদের পাশে খাবার নিয়ে হাজির হলেন দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পিরপুরকুল্লা গ্রামের মৃত আব্দুস সামাদ বিশ্বাসের ছেলে ছাত্রলীগকর্মী তৈরীর কারিগর ইউনিয়ন ছাত্রলীগের বিপ্লবী সভাপতি কামরুজ্জামান রানা বিশ্বাস। কার্পাসডাঙ্গা বাজারে ঘুরতে গিয়ে ক্যামেরায় ধরা পড়েন রানার মহতী এই উদ্যোগ। পরম আদর করে খাওয়াচ্ছেন অভুক্ত পশুদের। যেন অনেক দিনের সখ্যতা। স্থানীয়দের কাজে জানাগেলো ছাত্রলীগনেতা রানা তার কর্মী বাহিনীদের সাথে করে নিয়ে কাস্টমমোড়ে নিজ হাতে মাংস দিয়ে খেচুড়ি রান্না করেছে। পরে ছাত্রলীগ কর্মীদের বিভিন্ন গলিতে ভাগ দিয়ে পাঠিয়ে দিয়েছে যাতে করে পশু – প্রাণীগুলো খাবার থেকে বঞ্চিত না হয়। করোনাভাইরাসের কারনে আতঙ্কে অনেকে গৃহপালিত পশু-প্রাণীকে বাসা থেকে বের করে দিয়েছে। এছাড়া উচ্ছিষ্ট খাবারের পরিমাণ কমে যাওয়ায় তাদের খাদ্যসংকটও দেখা দিয়েছে। ফলে তারা এমন উদ্যোগ নিয়েছেন। সংকটকালীন মুহূর্তে পশু-প্রাণীদের খাবার বিতরণ অব্যাহত থাকবে বলে জানালেন ছাত্রলীগনেতা রানা বিশ্বাস।