জীবননগর প্রতিবেদকঃ মুজিববর্ষ উপলক্ষে জীবননগর উপজেলার বালিহুদায়
যুবসমাজের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় দুর্বাকুণ্ড ক্রিকেট দল ফতেপুর ক্রিকেট দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গতকাল বেলা তিনটায় বালিহুদায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ফতেপুর ক্রিকেট দল প্রথমে ব্যাট করতে
নেমে ১৫ অভারে সবকয়টি উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করে। পরে দুর্বাকুণ্ড ক্রিকেট টিম ৪ উইকেট হারিয়ে ১২৪ রান করে জয়লাভ করে। খেলায় ম্যান
অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের অধিনায়ক রায়হান। খেলার শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ফয়সাল খবিরের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ানম্যান আয়সা সুলতানা
লাকি। এ ছাড়াও উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ শাহ, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ইউপি সদস্য আব্দুল হান্নান, রায়হান উদ্দীন জিয়া, সাংবাদিক আল আমিন, শামিম রেজা প্রমুখ। খেলাটি পরিচালনা করেন মোশারেফ হোসেন ও আব্বাস উদ্দীন। ধারাভাষ্যকারে ছিলেন আব্দুল সামাদ এবং সহকারী ছিলেন সজিব হোসেন। খেলাটির সার্বিক তত্বাবধানে ছিলেন হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মমিন।