অনুষ্ঠানে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির সুযোগ্য পুলিশ অফিসার ইনর্চাজ এস আই সাইফুল ইসলাম তিনি তার বক্তব্য বলেন,বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা একটি স্বাধীন দেশ পেতাম না। ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। ১৯৭১ সালের ৭ মার্চ তাঁর ঐতিহাসিক ভাষণের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের দিক নির্দেশনা দিয়ে গেছেন। তাঁর স্বাধীনতার আহ্বানে সাড়া দিয়ে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।আরো বলেন মুজিববর্ষে উৎসবে দামড়হুদা উপজেলার। কুড়ুলগাছি ইউনিয়নকে গড়ে তোলা হবে পরিষ্কার পরিচ্ছন্ন নান্দনিক ইউনিয় হিসেবে। একই সঙ্গে তথ্যপ্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ তৈরি করতে দেওয়া হবে প্রশিক্ষণ। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করতে হবে। দল মত নির্বিশেষে সবার প্রতি মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানান।
ফুলবাড়ি বিওপি কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম, কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল অামিন, বুইচিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ শাপলা খাতুন, হরিশ্চদ্রপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অানছার অালী, বীরমুক্তিযোদ্ধা শরিফ উদ্দীন, অাঃলীগ নেতা রমজান অালী, আঃ রব,আঃ হাকিম, আশা ,সিরাজ,মেমবার আজরুল ইসলাম,সিদ্দিক,কিতাব আলী, সাংবাদিক দৈনিক শিমুল রেজা, সাংবাদিক সালিকিন মিয়া, সাংবাদিক খলি, সাংবাদিক আজিমুদ্দীন,সাংবাদিক আমিনুল, সাংবাদিক আহাদ,অাব্দুর রশিদসহ ইউনিয়নের সকল নেতাকর্মী ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা পরিষ্কার পরিচ্ছনতার উপর গুরুত্ব অারোপ করে অামাদের পরিবেশটাকে পরিষ্কার রাখার অাহব্বান জানান। বক্তারা বলেন পরিষ্কার পরিচ্ছনতা ঈমানের অঙ্গ। এছাড়াও বক্তারা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নিজ নিজ গৃহসহ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরকে পরিচ্ছনতা নীতমালা মেনে চলার আহবান জানান । অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালায়ন ছিলেন বেগমপুর-যদুপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এস.এম. রাসেল।