ঝিনাইদহ প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইদহে গাতীতে ট্রাকের ধাক্কায় মোবারক
হোসেন (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে শেরপুর-নন্নী সড়কের উপজেলার নন্নী কদমতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোবারক হোসেন নালিতাবাড়ী উপজেলার রাজনগর গ্রামের আব্দুল গনি মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে নন্নী থেকে শেরপুরগামী বালু বোঝাই একটি ট্রাক (নম্বর: ঢাকা মেট্রো-ব-২০-৪৬০৮) নন্নী কদমতলী বাজার এলাকায় পেছন থেকে একটি রিকশাকে ধাক্কা দেয়। এতে রিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালক মোবারক হোসেন ঘটনাস্থলেই মারা যান।
ঝিনাইদহ গাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বক্কর সিদ্দিক বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পুলিশ ট্রাক ও এর চালক আব্দুল হাকিমকে আটক করেছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।