নিজস্ব প্রতিবেদকঃ চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী দর্শনা কেরু এন্ড কোম্পানী চিনিকলে চুক্তি ভিত্তিক নিয়োগে ৩০% মুক্তিযোদ্ধা কোটা পূরন না করে ১৩২ জন জনবল নিয়োগ দেয়ায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। ১৬ ফেব্রুয়ারি রোজ রোববার বেলা ১২ টার দিকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেরু চিনিকল প্রাতিষ্ঠানিক কমান্ডের পক্ষে বিক্ষোভ সমাবেশ ও মিলের জেনারেল অফিসের সামনে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা। এ সময় কেরু চিনিকলে নিয়োগে কোটি কোটি টাকার অর্থ বানিজ্য ও অনিয়ম দুর্নীর্তির কথা তুলে ধরেন তারা। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ দামুড়হুদা উপজেলা কমান্ডের ডেপুটি কমান্ডার ও দর্শনা সরকারী কলেজের সাবেক জি এস মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন,মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান , মুক্তিযোদ্ধা সন্তান মো.রবিউল ইসলাম ও শাবানা খাতুন। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কমান্ডের সাবেক কমান্ডার আছির উদ্দীন সহ শতাধীক মুক্তিযোদ্ধা,বক্তারা কেরু চিনিকলে নিয়োগে ৩০% মুক্তি যোদ্ধা কোটা না পূরন হওয়া পর্যন্ত তারা আন্দোলন সংগ্রাম ও অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুশিয়ারী দেন। এবিষয়ে কেরু ব্যাপস্থাপনা পরিচালক জাহেদ আলী আনসারির কাছে জানতে চাইলে তিনি বলেন মুলত আমরা কেরুতে যে জনবল নিয়েছি সেটা ডেইলি হাজিরা হিসাবে চুক্তিভিত্তিক। এটা কনো নিয়োগ না। নিয়োগ দিলে অবশ্যই মুক্তিযোদ্ধাদের কোটা পুরন করে নিয়োগ দেওয়া হবে।