জোবায়ের ফরাজী,বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট-৪ মোড়েলগঞ্জ-শরণখোলা আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মোড়েলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সভাপতি এ্যাড. আমিরুল আলম মিলন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এবং স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথসভার চূড়ান্ত সিদ্ধান্তে বাগেরহাট-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনিত প্রার্থী হিসেবে আমিরুল আলম মিলনকে এ মনোনয়ন প্রদান করা হয়। উল্লেখ্য, গত ১০ জানুয়ারি বাগেরহাট-৪আসনের সংসদ সদস্য প্রয়াত ডা. মোজাম্মেল হোসেনের মৃত্যুতে আসনটি শূন্য হয়। পরবর্তীতে নির্বাচন কমিশনার নির্বাচনী তফসিল ঘোষনা করে। এ আসনটিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করে জমা দিয়েছিলেন ১১ জন। এর মধ্যে থেকে এ্যাড. আমিরুল আলম মিলনকে মনোনীত করা হয়। এদিকে, মোরেলগঞ্জ- শরণখোলার স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মনের আশা পূরণ করায় জননেত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সর্বস্তরের জনগন। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামি ২১ মার্চ এ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।