বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল পোর্ট থানা এলাকায় পৃথক অভিযান
চালিয়ে ভারতীয় ফেনসিডিলসহ মো. জাকির হোসেন সান্টু (২৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে বেনাপোলের লোকাল বাস স্ট্যান্ড ও বারোপোতা মাঠ এলাকায় পৃথক এই অভিযান পরিচালিত হয়। আটক মাদক কারবারি জাকির হোসেন ঝিকরগাছা উপজেলার বেলে-
বটতলা গ্রামের সুলতান আহম্মেদের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদে সোমবার রাতে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। প্রায় একই সময় পৃথক
অপর একটি অভিযানে বেনাপোলের লোকাল বাস স্ট্যান্ডের সামনে থেকে ৪৮ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জাকির হোসেন নামে ওই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় পুলিশ সদস্যরা তার কাছ থেকে একটি মোটরসাইকেল জব্দ করে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
মামুন খান দৈনিক জাগো-দেশকে জানান, সোমবার পৃথক দুটি অভিযানে মোট ১২৩ বোতল ভারতীয় ফেনসিডিলসহ জাকির নামে এক মাদক কারবারিকে আটক করা হয়। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আটক মাদক কারবারিকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।